শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কুড়িগ্রামে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ২৩:৫৬

চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কুড়িগ্রামে

কুড়িগ্রামে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম রাজারাহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আনিসুর রহমান জানান, মাঝারি এ ধরনের শৈত্যপ্রবাহটি আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।

কেদার ইউনিয়নের বিষ্ণুপুর চরের কৃষি শ্রমিক আব্দুল হক বলেন, বোরো মৌসুম শুরু হয়ে গেছে। সকাল সকাল মাঠে কাজ করতে যেতে হয়। কয়েকদিন থেকে প্রচন্ড ঠান্ডা পড়ায় বিপাকে পড়েছেন তাদের মতো কৃষি শ্রমিকরা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top