• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিরাপত্তাহীনতায় ভুগছে হৃদয় মণ্ডলের পরিবার

মুন্সীগঞ্জ থেকে | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ০৮:৩৬

নিরাপত্তাহীনতায় ভুগছে হৃদয় মণ্ডলের পরিবার

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ধর্ম অবমাননার মামলায় ১৯দিন কারাভোগের পর রবিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে কারামুক্ত হয়েছেন। কারামুক্ত হওয়ার পর পরই তিনি রাজধানীর ঢাকায় তার এক আত্মীয়র বাড়িতে গেছেন।

শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন হৃদয় চন্দ্র মণ্ডল। ৪-৫দিন পর তিনি নিজ বাড়িতে ফিরবেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। হৃদয় চন্দ্র মণ্ডলের পরিবারের দাবি- ওই এলাকার কতিপয় ব্যক্তি পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন।

সরেজমিনে সোমবার (১১ এপ্রিল) দুপুরে হৃদয় চন্দ্র মণ্ডলের স্কুল ভবনের কোয়ার্টারে গিয়ে দেখা গেছে, বর্তমানে সেখানে হৃদয়ের স্ত্রী ববিতা হালদার, ছেলে শ্রেষ্ঠ মণ্ডল, মেয়ে সৃষ্টি মণ্ডল,ববিতা হালদারের বড় ভাই বাদল হালদার ও তার মা রেনুকা হাওলাদার অবস্থান করছেন। তবে ওই কোয়ার্টারে তারা চরম নিরাপত্তাহীনতায় ও উৎকণ্ঠায় আছেন বলে জানান।

হৃদয় চন্দ্র মণ্ডলের শাশুড়ি রেনুকা হাওলাদার (৮০) বলেন, গত ২০ দিন ভয়ে আমরা বাড়ির বাহিরে যাইনি। সোমবার সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলাম। কয়েকজন ছেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাসার ছাদে গিয়ে সকালে হাঁটছিলাম, বাসার সামনের রাস্তা থেকে ইট হাতে একজন মধ্যবয়স্ক লোক মারতে তেড়ে আসছিল। ভয়ে ঘরের ভেতর ঢুকে যাই।

এর আগে হৃদয় চন্দ্র মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার পরিবারের সদস্যরা বারবার নিরাপত্তার কথা বলে আসছিলেন। গতকালও জামিন শুনানি শেষেও তার পরিবার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top