• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ২১:১৬

নারায়ণগঞ্জ থেকে:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জিসান (৯) ও রাজ্জাক (৩২)।

ফতুল্লার রামারবাগের মৃত হাসান খানের মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন আহত হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে শিশু জিসান পথেই মারা যায়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেঁষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই স্থান দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে। হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরিত হলে ওই বাড়ির পাশের রাস্তায় খেলাধূলা করার সময় শিশু জিসান ও বাড়িটির একটি কক্ষে অবস্থানকালে রাজ্জাকের মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার বিষয় খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top