• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১

শাকিল খান | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩, ১২:০৩

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ হয়েছেন কর্মচারী। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জয়পুরহাটের আজকের উপজেলার এলপিজি স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ ওই কর্মচারীর নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি আক্কেলপুর পৌরসভার হাজিপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, দগ্ধ সাইফুলের শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমার রাত ৯টার সময় ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিল। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাইফুলের শরীরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আহত সাইফুল ইসলামকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান জানান, এলপিজির পাইপ পরিষ্কার করতে গিয়ে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়া পাঠানো হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top