ডুমুরিয়ায় দলিত জনগোষ্ঠীর অধিকার সংশ্লিষ্ট সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৪
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ডুমুরিয়া প্রেসক্লাবের মিলনায়তনে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলিত প্রকল্পের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
এ সময় আরও বক্তব্য দেন অডিটর মনিটর উত্তম কুমার দাস, উপজেলা দলিত ব্যবস্থাপক সমির কুমার পান্ডে, ফিল্ড ভলান্টিয়ার জিয়াসমিন নাহার, ইতিকা সরকার, পিংকি দাস, শান্তিলতা দাস প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, ভূমি অধিকারে দুর্বলতা থাকায় দলিত জনগোষ্ঠী সমাজের অন্যান্য অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। ব্যাংক ঋণ, রাজনৈতিক মর্যাদা, এমনকি চাকরির ক্ষেত্রেও ’দলিত পরিচয়’ বড় বাধা হয়ে দাঁড়ায়। স্কুলে দলিত শিশুরা বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ায় তারা পড়াশোনায় অনীহা দেখায় এবং উচ্চ শিক্ষায় অগ্রসর হওয়ার আগেই ঝরে পড়ার হার বেড়ে যায়।
এছাড়া দলিত কলোনিগুলোতে বিশুদ্ধ পানি, টয়লেট ও স্বাস্থ্যসম্মত পরিবেশের চরম সংকটের কথাও তুলে ধরেন বক্তারা। সামাজিক মর্যাদার ক্ষেত্রেও দলিতদের এখনও অবহেলা-উপেক্ষার সম্মুখীন হতে হয়। বিভিন্ন গ্রাম কমিটি বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তির হার খুবই কম বলে উল্লেখ করা হয়।
-
দলিত জনসংখ্যা বেশি থাকা নির্বাচনী আসনে দলিত প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্দেশনা।
-
নির্বাচনী আইনের সংস্কার করে উচ্চকক্ষে অন্তত দুইটি (নারী ও পুরুষ) দলিত আসন সংরক্ষণ।
-
সংরক্ষিত নারী আসনে একটি আসন দলিত নারীদের জন্য নির্ধারণ।
-
রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে দলিত প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে আইনগত সংস্কার।
-
জাতীয় ও স্থানীয় বাজেটে দলিতদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু।
-
খাসজমি বরাদ্দে দলিতদের অগ্রাধিকার।
-
বেকারত্ব নিরসনে বিশেষ কর্মসূচি গ্রহণ।
-
সরকারি ও আধা-সরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অন্তত ৫০% দলিতদের অগ্রাধিকার।
-
স্কুলে দলিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ ও বৃত্তি চালু।
-
বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য ১% কোটার ধারাবাহিকতা।
-
চা–শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মী দলিতদের স্বাস্থ্য সুরক্ষায় আইনি নির্দেশনা।
-
বিভাগীয় শহরগুলোতে আবাসিক হোস্টেলসহ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন।
-
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় দলিত প্রতিনিধিদের সম্পৃক্ততা।
-
আগামী নির্বাচনগুলোতে দলিত ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।
-
দলিত জনগোষ্ঠীর প্রকৃত জনসংখ্যা নির্ধারণে জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগ।
-
ভূমিহীন দলিতদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আবাসন ব্যবস্থা।
-
গ্রাম পর্যায়ে দলিত ক্ষুদে সাংবাদিক তৈরিতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, “দলিত সমাজকে বাদ দিয়ে একটি সমানাধিকার ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। রাষ্ট্রের পরিকল্পনা, নীতি ও উন্নয়ন কাঠামোতে দলিতদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই হবে।”
ইভেন্টটি দলিত জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।