মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

দেশের তিন জেলায় গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩০

ছবি: সংগৃহীত

দেশের তিন ভিন্ন জেলায় এক রাতে চোর বা ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ফরিদপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রোববার রাতে চোর সন্দেহে চারজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে শাহিন শিকদার (২৮) নিহত হন। আহতদের মধ্যে পারভেজ, সুমন ও এনামুল রয়েছেন এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


নগরকান্দা থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম জানান, দেবীনগর সার্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ‘চোর চোর’ বলে চিৎকার করেন। ধাওয়া করার সময় একজন পালিয়ে যান, বাকি চারজনকে পিটুনি দেওয়া হয়।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে পারভেজ (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেছেন, ঘটনায় জড়িত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের নেতা মেজবাহ উদ্দিন মেছ ও তাঁর ছেলে মাহিন ও শাহীন। পারভেজের মরদেহ সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে মো. মুছা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে চান্দিনার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় তিনজনকে আটক করেছে।

মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ মাসে ‘মব’ সন্ত্রাসের কারণে দেশে ১৫৩ জন নিহত হয়েছেন। এই ধরনের হত্যাকাণ্ড সবচেয়ে বেশি ঘটে সেপ্টেম্বর মাসে, যেখানে ১৮টি ঘটনা ঘটেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top