মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

কক্সবাজারে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থানরত ২৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচার করার চেষ্টা করছিল। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের আটক করতে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top