মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু হাসপাতালে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫১

সংগৃহীত

বরিশালের পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের মুদি ব্যবসায়ী সোহেল হাওলাদার ও তার স্ত্রী লামিয়া আক্তারের পাঁচ সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করে। গত ৬ অক্টোবর বরিশাল নগরীর ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় তিন পুত্র ও দুই কন্যা—হাসান, হোসাইন, মোয়াছিন, হাবিবা এবং উমামা।

জন্মের প্রথম দেড় মাস পর্যন্ত শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো থাকলেও শীতের শুরুতে তারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন। বর্তমানে পাঁচ শিশুকেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারটি জানায়, স্বল্প আয়ের কারণে তাদের চিকিৎসা ও দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।

শিশুদের নানি শাহনাজ বেগম বলেন, “মা এবং আমি ছাড়া কারো মাধ্যমে তাদের লালন-পালন সম্ভব নয়। আমরা চেষ্টা করি, কিন্তু খরচ সামলানো কঠিন। একজন অসুস্থ হলে অন্যজনও আক্রান্ত হচ্ছে।”

পাঁচ সন্তানের মা লামিয়া আক্তার বলেন, “একটি সন্তান বড় করা কষ্টকর। সেখানে আল্লাহতায়ালা আমাদের ৫টি সন্তান দিয়েছেন। তবে খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রতিদিন ১০টির বেশি ডায়াপার ব্যবহার হয় এবং দুধও দ্রুত শেষ হয়। সরকারের বা সমাজের হৃদয়বানদের সাহায্যের প্রার্থনা করছি।”

শিশুদের বাবা সোহেল হাওলাদার জানান, “প্রতিদিন অন্তত দুই হাজার টাকা খরচ হচ্ছে। আশ্বাস দিয়ে অনেকেই আসে কিন্তু পরে আর খোঁজ নেয় না। সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।”

পাঁচ শিশুর অসুস্থতার খবর পাওয়ার পর বরিশাল জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করেছেন। শিশুদের জন্য বিনামূল্যে ওষুধ এবং দুধের ব্যবস্থা করা হয়েছে।

জেলা সমাজসেবা কর্মকর্তারা জানিয়েছে, “পরিবারের পাশে দাড়ানো খুব জরুরি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top