ভূমিকম্পের সময় শিক্ষার্থীদের বাঁচানোর জন্য বিশেষ সম্মাননা পেলেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:০৮
সাম্প্রতিক ভূমিকম্পের মুহূর্তে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ভাইরাল হয়ে প্রশংসার ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যায়, দরজার পাশে একটি বিছানায় শুয়ে মোবাইলে ব্যস্ত ছিলেন শিক্ষক। ভূমিকম্প শুরু হওয়া মাত্রই তিনি নিজের নিরাপত্তার দিকে না তাকিয়ে দ্রুত কোমলমতি শিক্ষার্থীদের খাট থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেন।
এই মানবিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ সোমবার (২৪ নভেম্বর) তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ মাদ্রাসায় উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম ও ফতোয়া সেলের সহসম্পাদক মুফতি নজরুল ইসলাম।
সংগঠনটির আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান বলেন, “দুর্যোগ-দুর্দশার সময়ে আলেমদের উদ্যোগ আমাদের আশার আলো দেখায়। এই সম্মাননা দেওয়া উদ্যোগের মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হলো।”
শিক্ষক শফিকুল ইসলামের এই নিঃস্বার্থ মানবিকতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা ও কৃতজ্ঞতার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।