মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

খুলনা-৫ আসনে

এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইসরাত সুলতানা লামিয়া

এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ২০:০৭

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইসরাত সুলতানা লামিয়া। তিনি পেশায় একজন উদ্যোক্তা। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সাবেক সদস্য এবং জাতীয় নারীশক্তি খুলনা জেলার সক্রিয় সংগঠক।

দলীয় ও সামাজিক কাজে দীর্ঘদিনের যুক্ত থাকার ফলে লামিয়া ইতোমধ্যেই তরুণ ও নারী ভোটারদের কাছে পরিচিত একটি মুখ। এনসিপির জেলা পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, নারীর নিরাপত্তা ও সামাজিক বৈষম্য দূরীকরণে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

মনোনয়নপ্রত্যাশী ইসরাত সুলতানা লামিয়া বলেন,

“এনসিপির নীতি ও আদর্শকে সঙ্গে নিয়ে খুলনা-৫ আসনের মানুষের অধিকার ও উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

দলীয় সূত্র জানায়, এনসিপির মনোনয়ন সংগ্রহ শুরুর পর থেকেই তিনি এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন। বিভিন্ন স্থানে উঠান বৈঠক, তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নারী নেতৃত্বকে সংগঠিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন উদীয়মান শক্তি হিসেবে এনসিপির ব্যানারে ইসরাত সুলতানা লামিয়ার প্রার্থিতা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top