নারায়ণগঞ্জে ট্রান্সফর্মার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, দুজন আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:০৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদমজী সুমিলপাড়া মুনলাইট পোশাক কারখানা সংলগ্ন এলাকায়। গুরুতর আহত রাজ্জাক ও করিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি সূত্রে জানা গেছে, সুমিলপাড়া আদমজী সড়কের পাশে অস্থায়ী একটি ট্রান্সফর্মার লাগানো হয়েছিল। ট্রান্সফর্মার পরিবর্তনের কাজ চলাকালীন ঠিকাদার আব্দুর রহমানের টিমের শ্রমিকরা তিনটি তার খুলছিলেন। তিনি জানান, কাজ শুরু হওয়ার আগে কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় তার খুলার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে যায়, যা এই দুর্ঘটনার কারণ হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করা ছিল, কিন্তু কাজ চলাকালীন হঠাৎ চালু হয়ে গেলে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।” তিনি আরও জানান, কীভাবে বিদ্যুৎ চালু হলো তা তদন্ত করা হচ্ছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।