বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ফেনীর সোনাগাজীতে চলাচলের রাস্তা না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা জেলে সম্প্রদায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:০৭

সংগৃহীত

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুরে জেলে সম্প্রদায়ের পরিবারগুলো জানিয়েছেন, চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী জাতীয় নির্বাচনে তারা ভোটকেন্দ্রে যাবেন না। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “বিভিন্ন নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের আশ্বাস দিয়ে যান, কিন্তু ভোটের পর কেউ আমাদের দিকে তাকায় না। বিগত ৫০ বছর ধরে আমরা একইভাবে বোকা বানানো হয়েছে। এবার আর আমরা কারও আশ্বাসে ভোটকেন্দ্রে যাব না। নির্বাচনের আগে চলাচলের রাস্তা নির্মাণ করতে হবে।”

তারা আরও জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে চলাচলের রাস্তা না থাকায় স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে বাধ্য, পানিতে পড়ে বই ভিজে যায় এবং অনেকেই আহত হয়েছেন। এছাড়া কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন হয়। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক পরিবারের পক্ষ থেকে এই সমস্যার দ্রুত সমাধান কামনা করা হয়।

চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন, “বিগত ১৭ বছরে যারা ক্ষমতায় ছিল তারা বারবার আশ্বাস দিয়েও জেলেদের চলাচলের রাস্তা নির্মাণ করেনি। ইতোমধ্যেই আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।”

মানববন্ধনে ইউনাইটেড পিপলস বাংলাদেশ ফেনী যুগ্ম সম্পাদক শাহরিয়ার মান্নান, যুবদল নেতা মো. সেলিম এবং জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top