মোংলায় ৩২ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক শিকারি আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:১৬
বাগেরহাটের মোংলা থেকে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা এবং ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ আক্তার বিশ্বাস (৪০) নামে এক শিকারিকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড।
মঙ্গলবার ভোরে উপজেলার কানাইনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা ও শিকারের ফাঁদ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটক শিকারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড, পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি বলেন, “আটক শিকারি এবং জব্দকৃত মাংসসহ অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।