বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির পরিত্যক্ত জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৭

সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পোতাঙ্গনে নোঙর করে রাখা একটি পরিত্যক্ত জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ উত্তর নোয়াদ্দায় অবস্থিত বিআইডব্লিউটিসির ৩ নম্বর পোতাঙ্গনে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে জাহাজে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মী কবির হোসেন মোল্লা জানান, রাহান এন্টারপ্রাইজের অকেজো মালবাহী জাহাজটি দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীতে পরিত্যক্ত অবস্থায় নোঙর করা ছিল। রাত ৯টার দিকে হঠাৎ জাহাজটিতে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তেই মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত জাহাজটিতে বিভিন্ন মাদকসেবীদের আড্ডা ছিল। তাদের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় খান জানান, ‘রাহান’ নামের জাহাজ টানার আইপি জলযানটি প্রায় দুই দশক ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। রাত ৮টার দিকে সেখানে আগুন লাগে। সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top