নোয়াখালীতে পরীক্ষায় নকলের অভিযোগে ধরা পড়ার পর স্কুলছাত্রীর আত্মহত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:১৪
নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে পরীক্ষাকেন্দ্রে নকলের অভিযোগে ধরা পড়ার পর এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শৌচাগারে এ ঘটনা ঘটে।
মৃত ছাত্রী ফারহানা আক্তার মোহনা (১২) বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার পন্ডিতপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্য ও বিদ্যালয়–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরীক্ষার সময় নকলের অভিযোগে তাকে আটকানো হয়। পরে পরীক্ষার পর বিদ্যালয়–সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে তার মরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে ছাত্রীটি। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।