শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

হাতীবান্ধায় জমি খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল

রাকিব ইসলাম | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১৮:১১

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষিজমি সমতল করার সময় মাটির নিচ থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার একটি আবাদি জমি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন নামে এক কৃষক নিজের মালিকানাধীন আবাদি জমি ভেকু (এক্সকাভেটর) দিয়ে সমান করছিলেন। এ সময় প্রায় দুই ফুট মাটির নিচে লোহার তৈরি বস্তুটি শ্রমিকদের চোখে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত থানায় খবর দেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মর্টার শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি, ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৩.৫ কেজি। শেলটির গায়ে ‘এমকে-১৭’ লেখা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল হতে পারে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন,  “উদ্ধার করা মর্টার শেলটি থানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top