কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০) কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন নিজ বাড়ির পাশে কৃত্রিম চৌবাচ্চা তৈরি করে শীতকালীন কনটেন্ট ধারণের সময় আল-আমিন দগ্ধ হন। তিনি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করছিলেন।
আহত আল-আমিনের টিমের সহকারী সুবল চন্দ্র অধিকারী রোববার (৩০ নভেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে উচ্চ হয়ে যায়। এতে তার শরীরের ৩৫ থেকে ৪০ ভাগ দগ্ধ হয়েছে।
প্রাথমিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আল-আমিনকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। কনটেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানান, বর্তমানে তিনি বারডেম হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সুস্থ করতে কাজ করছেন।
গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, তিনি সামাজিক মাধ্যমে এই ঘটনা দেখেছেন এবং লোকমুখে শুনেছেন। তবে পরিবার থেকে পুলিশকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।