মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

আহত কমপক্ষে ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাস সংঘর্ষে ৩ জনের মৃত্যু

মেহেদী হাসান সোহাগ | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১১:২৭

শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ । ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের পরিচয় এখনও সনাক্ত হয়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঘটেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর ভাঙ্গাগামী লেনে ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের যাত্রীদের বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, “আমি অন্য একটি গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়, দেখতেই দেখি ভাঙ্গাগামী একটি বাস পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেছে। দূর্ঘটনায় বাসের সামনের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভাবনা বেশি।”

ওসি জহুরুল ইসলাম বলেন, “দূর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও ২ জন মারা গেছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে আসছিল।”

পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top