মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

নির্ধারিত সময়েই বার্ষিক ও নির্বাচনি পরীক্ষা নেওয়ার নির্দেশ মাউশির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে ১ ডিসেম্বর অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে অফিস আদেশ জারি করা হয়।

অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করতে হবে।

এছাড়া, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top