বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫

নিহত প্রান্তোষ । ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তোষ সরকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত প্রান্তোষ সরকার স্থানীয় সাধন সরকারের ছেলে।

নিহতের ভাবি হেনা রাণী জানান, সন্ধ্যায় দুই অপরিচিত ব্যক্তি প্রান্তোষের খোঁজে বাড়ির পাশে আসে। পরে তারা প্রান্তোষকে ডেকে নিয়ে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যায়। সেখানে কথোপকথনের এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, “পেশায় স্বর্ণকার এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা বুকে গুলি করে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও পেছনের ব্যক্তিদের পরিচয় জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top