বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ভারতীয় বিএসএফ পুশ-ইন করে ফিরিয়ে দিয়েছে ৩০ বাংলাদেশিকে

মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫

গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয়

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে। পুশ-ইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে বিএসএফের পুশ-ইন কার্যক্রম শনাক্ত করে। বিজিবির তথ্য অনুযায়ী, এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল। পরবর্তীতে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে বন্দি ছিলেন। পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয়।

পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, “আইনি প্রক্রিয়া শেষে পুশ-ইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top