বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আতাউর রহমান | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫০

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল এবং চাষাঢ়া রেল স্টেশনে ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "অসহায়, দরিদ্র অথবা ছিন্নমূল মানুষদের জন্য শীতবস্ত্র কেনা কষ্টকর। এজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আজ থেকে বিতরণ শুরু করেছি এবং ধারাবাহিকভাবে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্নভাবে তাদের মধ্যে বিতরণ করা হবে।"

তিনি ব্যবসায়ীদেরও প্রতি আহ্বান জানান, "তাদের বাড়ির পাশে যদি দরিদ্র মানুষ থাকে, তারা নিজ উদ্যোগে কম্বল বিতরণ করতে পারেন বা প্রয়োজনে জেলা প্রশাসনের মাধ্যমে সমন্বয় করতে পারবেন। আমরা চাই, ভাসমান ও দরিদ্র মানুষদের শীতের কষ্ট কমাতে পারি।"

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, মো. তারিকুল ইসলাম প্রমুখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top