বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে মুনাফায় রেকর্ড: মংলা বন্দর কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:২১

সংগৃহীত

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেছেন, মংলা বন্দর একটি সেবামূলক ও উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের ফলে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, চলতি বছরের শুরু থেকে প্রতিদিন পশুর চ্যানেলে ১৮ থেকে ২০টি জাহাজ চলাচল করছে, যা মংলা বন্দরের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।

২০২৪-২৫ অর্থবছরে বন্দরটির কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮.৮৮ লাখ মেট্রিক টন। তবে বছর শেষে সেটি ছাড়িয়ে দাঁড়িয়েছে ১৫.৩২ লাখ মেট্রিক টনে— যা লক্ষ্য পূরণের তুলনায় অনেক বেশি।

এছাড়া বন্দরটির নিট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০.৪৬ কোটি টাকা। কিন্তু বাস্তবায়ন শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৬২.১০ কোটি টাকায়, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২০৩.৪৯ শতাংশ বেশি।

রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও প্রযুক্তিনির্ভর কার্যপ্রণালী চালুর ফলে বন্দরের সামগ্রিক কাজের গতি যেমন বেড়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে আয় ও মুনাফা। তিনি আশা প্রকাশ করেন যে, মংলা বন্দর আগামীতে দেশের অন্যতম বৃহৎ রাজস্ব আয়ের উৎসে পরিণত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top