বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

এসিল্যান্ডের সরকারি গাড়ির ধাক্কায় শিশু ফাইজা নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

সংগৃহীত

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়ার তেরদ্রনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা–এর সঙ্গে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটে আসে ফাইজা। তার বড় ভাই আয়ান এ প্রতিষ্ঠানের প্লে গ্রুপের শিক্ষার্থী। এসময় শিশু ফাইজা রাস্তায় খেলছিল। হঠাৎ দ্রুতগতির এসিল্যান্ডের সরকারি গাড়িটি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু ফাইজা। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবার ও আশপাশের অভিভাবকরা। দুর্ঘটনার পর গাড়িচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম হোমনা সরকারি হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা জানান। ফাইজার বাবা দুর্ঘটনার সঙ্গে জড়িত চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, “সকালে মা–এর সঙ্গে বিদ্যালয়ে আসে ফাইজা। তার বড় ভাই একই বিদ্যালয়ের প্লে গ্রুপে পড়ে।”

হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাস বলেন, “শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসেছি। ন্যায়বিচার নিশ্চিত করতে যা প্রয়োজন তা করব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top