বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার ফিরে পেয়েছি:সাবিকুন নাহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল ২১ অক্টোবর, কিন্তু মাত্র এক মাসের মধ্যে তারা পুনরায় সংসার জীবনে ফিরে এসেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এই তথ্য সাবিকুন নাহার নিজেই নিশ্চিত করেছেন। এরপর তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, দুনিয়ার ক্ষণস্থায়ীতা ও অনন্ত পরকালের সাফল্যের বিষয়টি বোঝার পরই তিনি এই পুনর্মিলনের অনুভূতি প্রকাশ করেছেন।

পোস্টে সাবিকুন নাহার লিখেছেন, তিনি তার সন্তান আয়িশা ও উসমান–এর জন্যও কৃতজ্ঞ এবং ভাগ্য ও তাকদিরের মধ্যে এই পুনর্মিলনের অর্থ ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেছেন, “আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি। তোমাকেই ভালোবাসি।”

সাবিকুন নাহার আশা প্রকাশ করেছেন যে, তারা আগামীতে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের জন্য জীবন উৎসর্গ করবেন এবং অচিরেই প্রতিটি ন্যায্য বিষয় বিশ্ববাসীর সামনে প্রকাশিত হবে। তিনি শেষ করেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন, তিনিই সেই রব যিনি মৃত থেকে জীবিত করেন, ধ্বংস থেকেও নতুন সৃষ্টি করেন এবং হতাশা থেকে আশার আলো এনে দেন। আমরা সবার কাছে দোয়ার মুহতাজ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top