শীতের প্রকোপ শুরু, রাতের তাপমাত্রা শীতল হতে পারে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
দেশের উত্তরাঞ্চল থেকে হিমেল হাওয়ার আগমন ঘটেছে, শীতের প্রকোপ আজ থেকেই শুরু হতে যাচ্ছে। রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইতিমধ্যেই ঠান্ডা অনুভব করতে শুরু করেছেন।
আবহাওয়া সংক্রান্ত খবরে BWOT জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা আজ রাতের দিকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। ঢাকায় রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এ সময় বাংলাদেশে অগ্রাহায়ন মাস চলছে, যা হেমন্তের প্রায় শেষ পর্যায়। বিগত বছরগুলোর তুলনায় এবারের শীত কিছুটা আগে এসে পৌঁছাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জনসাধারণকে শীতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
নাহার
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।