জনমনে আতঙ্ক বিরাজ করছে
খুলনায় ১৬ মাসে ৪৮ জন নিহত
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩
খুলনা: জুলাই গণ-অভ্যুত্থানের পর খুলনায় গত ১৬ মাসে ৪৮ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২০ জন নিহত হয়েছেন সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধ, মাদক ও আধিপত্য বিস্তারের জেরে। কেবল নভেম্বর মাসেই ৭ জনকে হত্যা করা হয়েছে। ধারাবাহিক হত্যাকাণ্ডে খুলনা নগরী আজ ভয় ও আতঙ্কে পরিণত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৬ নভেম্বর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কমিশনারের কালভার্ট এলাকায় নানি মহিতুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম (৮) এবং নাতনি ফাতিহাকে (৬) হত্যা করা হয়। একই রাতে করিমনগরে আলাউদ্দিন মৃধা নামের এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ২৭ নভেম্বর খালিশপুর ফেয়ার ক্লিনিকের সামনে ইমান নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সর্বশেষ, ৩০ নভেম্বর আদালত চত্বরে আরো দুটি হত্যাকাণ্ড ঘটেছে।
ধারাবাহিক হত্যার কারণে নাগরিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। খুলনা মহানগর বিএনপি প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করছে। এছাড়া আইন অধিকার বাস্তবায়ন ফোরাম গত শনিবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সংশ্লিষ্টরা জানান, নব্বইয়ের দশকের শেষের দিকে খুলনা চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। পরবর্তী সময়ে চার দলীয় জোট সরকার র্যাব গঠন করে অপারেশন ক্লিনহার্ট ও স্পাইডার ওয়েব অভিযান শুরু করে। ধীরে ধীরে দক্ষিণাঞ্চলে শান্তি ফিরে আসে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, “বেশিরভাগ হত্যার কারণ উদ্ঘাটন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। আদালত চত্বরে হত্যার সঙ্গে জড়িতরাও দ্রুত গ্রেপ্তার হবেন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।