কক্সবাজারে সৈকতে ‘প্লাস্টিক দানব’: পরিবেশ সচেতনতার অনন্য বার্তা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮
কক্সবাজারের নীল সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে এক ভীষণ কিন্তু তাৎপর্যপূর্ণ ভাস্কর্য—‘ওশান প্লাস্টিক দানব’। দূর থেকে এটি যেন কোনো অদৃশ্য বিপর্যয়ের দূত, বালির ওপর মাথা চেপে বসে আছে। কাছে গেলে বোঝা যায়, এটি শুধু শিল্পকর্ম নয়; মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য কীভাবে পৃথিবীকে শ্বাসরুদ্ধ করছে, তার সরাসরি প্রতিবিম্ব।
ভাস্কর্যের বুক চিরে বেরিয়ে আসা প্লাস্টিক যেন পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। সমুদ্র ও প্রকৃতিকে ক্ষয়ে যাওয়া মানবদেহ ও অস্থির পৃথিবীর সঙ্গে মিশিয়ে প্রদর্শিত করা হয়েছে মানুষের অবহেলার কষ্টকর চিত্র।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেছেন, “এই প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্লাস্টিক ব্যবহারে সতর্ক হবে। সৈকত রক্ষায় এটি আমাদের যৌথ প্রচেষ্টা।”
ভাস্কর্য নির্মাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৬ টন প্লাস্টিক বর্জ্য, কাঠ, পেরেক ও আঠা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুহাম্মদ মুবারক জানান, কক্সবাজার, ইনানী ও টেকনাফ সমুদ্রসৈকত থেকে গত চার মাসে ৮০ টন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে, যার একটি অংশ দিয়ে তৈরি হয়েছে এই ভাস্কর্য।
শুধু ভাস্কর্য নয়, সৈকতে চলছে চিত্রপ্রদর্শনী, পথনাটক ও সংগীতানুষ্ঠান। এর মূল লক্ষ্য—সমুদ্রবাতাসে ভেসে আসা আনন্দের সঙ্গে মানুষের মনে প্লাস্টিক দূষণের কঠিন বাস্তবতাকে ছাপ ফেলা।
কক্সবাজারের এই প্লাস্টিক দানব স্মরণ করিয়ে দিচ্ছে—যে সমুদ্র হাজার হাজার বছর ধরে মানুষকে দিয়েছে জীবন ও সম্পদ, আজ তা শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।