তরুণ শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯
সীমান্তবর্তী জেলা যশোরে এইচআইভি (HIV) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই সমকামী।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪০ জন নতুন রোগী এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ২০২৪ সালে একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২৫ জন। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জনই সমকামী।
হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারের ডা. কানিজ ফাতেমা বলেন, “তরুণ শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পেছনে সামাজিক ও ডিজিটাল–ইন্টারনেট ব্যবহারের প্রভাবও বড়। সঠিক তথ্য ও সচেতনতা ছাড়া এই প্রবণতা আরও বাড়তে পারে।”
বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২২০ জন এইচআইভি ও এইডস আক্রান্ত রোগী চিকিৎসাধীন। আক্রান্তরা শুধুমাত্র যশোর থেকে নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলা থেকেও এখানে চিকিৎসা নিচ্ছেন। ২০২৪ সালে যশোরে পাঁচজনের মৃত্যু ঘটেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা হওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অপসংস্কৃতি, মাদক সেবন ও পাচার এবং অনিরাপদ যৌন আচরণের কারণে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। অভিভাবক ও বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, ডিজিটাল-ইন্টারনেট ও স্মার্ট মোবাইলের ব্যবহার সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে সংক্রমণ বহুগুণ বৃদ্ধি পাবে।
স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতিরোধমূলক সেবা, সহজলভ্য চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও জনসচেতনতা বাড়ানোর জন্য সিভিল সার্জন কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর এবং এনজিওসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো একসঙ্গে কাজ করছে।
সংক্রমণ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি না হলে, শিক্ষার্থীদের মধ্যে এই বৃদ্ধির হার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।