বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থী সম্রাটকে মারধর: দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ–মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০

সংগৃহীত

মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন মাদারীপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে কলেজ গেট এলাকায় মাদারীপুর–শরীয়তপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর তারা এ কর্মসূচি পালন করেন। এসময় এক ঘন্টার বেশি যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে একই স্থানে টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তখন রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আহত ইকবাল আমিন সম্রাট মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়। বর্তমানে তিনি মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাধারণ শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ নভেম্বর বিকেলে কলেজ ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত যুবক মাদক সেবন করছিল। বিষয়টি ইকবাল ও আরও কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করেন। এর জেরে বুধবার বিকেলে ইকবালকে কলেজ মাঠে একা পেয়ে বেদম মারধর করে বহিরাগত যুবকরা। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

এরই পরিপ্রেক্ষিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ও ক্যাম্পাসের সীমানা নির্ধারণসহ তিন দফা দাবি জানিয়ে বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। রাতে অধ্যক্ষ ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও আসামিদের গ্রেপ্তার না করায় বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধে নামেন তারা।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। ধাপে ধাপে সব দাবি বাস্তবায়ন করা হবে। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার পরই থানায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top