৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকরা সম্প্রতি সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। শিক্ষক নেতারা তাদের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ময়মনসিংহ থেকে দুই শিক্ষক নেতাকে বরিশাল ও জামালপুরে বদলি করা হয়েছে। আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেমকে ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে হালুয়াঘাট উপজেলার মো. রোকনুজ্জামান রাসেলকে জামালপুর সদর উপজেলার এক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
বদলির পর আবুল কাশেম শুক্রবার সকালে ফেসবুক লাইভে এসে বলেন, “আমার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে বদলি করা হয়েছে। আমি বিচলিত নই, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবো, তবুও আন্দোলন থেকে সরে আসবো না।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না এবং আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি চলবে।
ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, “পরিস্থিতি বিবেচনায় অধিদপ্তর থেকে শিক্ষকদের বদলি করা হয়েছে। আমাদের করার কিছু নেই।”
শিক্ষক নেতারা তাদের বদলির তীব্র নিন্দা জানিয়ে প্রত্যাহারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।