শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজের পর বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী মিজানুর রহমান মিনু। মোনাজাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

মোনাজাতে মিজানুর রহমান মিনু বলেন, “স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এদিকে, একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশনেত্রীর সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মো. আজিজুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top