নারায়ণগঞ্জের সমীরকর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ দোকান পুড়ে ছাই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে শনিবার ভোর ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুনের সূত্রপাত হয় হোসিয়ারি ও নিটিং কারখানায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।
অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে সুতা, হোসিয়ারি পণ্য, থান কাপড়, রোল কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন পণ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।
আতাউর রহমান,নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।