রায়পুরায় কভার্ড ভ্যান ভর্তি ১০০ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০০
নরসিংদীর রায়পুরা উপজেলায় কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) নরসিংদী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আ. মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫) নীলফামারীর জলঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)
র্যাব জানায়, আটক দুই জনের কাছ থেকে হলুদ রংয়ের কভার্ড ভ্যানের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা, নগদ ৯৭০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার মরজাল বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এসময় তল্লাশির জন্য একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যান থামানো হলে ভ্যানের ভেতরে ৪টি বড় প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে গাড়ির চালকসহ দুইজনকে আটক করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।