ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের অন্ধকারে মোটরসাইকেলটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিস্তারিত আসছে…
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।