রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে ঘরে গলাকাটা হত্যা

জয়পুরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮

ছবি: সংগৃহীত

তারাগঞ্জ উপজেলা কুশা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে শনিবার (৬ ডিসেম্বর) রাতের দিকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবনা রায়কে নিজ ঘরে গলাকাটা অবস্থায় হত্যা করা হয়েছে।

তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যোগেশ চন্দ্র রায় ছিলেন রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তাদের বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে পুলিশের এএসআই হিসেবে কর্মরত, ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে কর্মরত।

দম্পতির বাড়ির কাজের লোক দিপক রায় জানান, তিনি সকালে বাড়ির গেটের সামনে এসে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে মই ব্যবহার করে ঘরে প্রবেশ করলে তাদের গলাকাটা লাশ দেখতে পান।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top