রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুর্বনা রায় (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, যোগেশ চন্দ্র রায় রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসর গ্রহণের পর তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করতেন। তাদের দুই ছেলে পুলিশে চাকরি করেন। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনাব্বোর হোসেন এবং থানা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top