সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

রংপুর প্রতিনিধি | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭

ছবি: সংগৃহীত

রংপুর কেন্দ্রীয় কারাগারের জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন।

জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে জামিন নিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, অসুস্থতার কারণে জাহাঙ্গীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার বিকেলে চিকিৎসক ছাড়পত্র দিলে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। তবে রোববার ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top