ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
দিনাজপুর প্রতিনিধি | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০১
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর থেকে এই আমদানি কার্যক্রম চালু হয় বলে জানিয়েছেন স্থানীয় আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ।
তিন মাস আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দেয়। খুচরা বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম কয়েক দফায় বেড়ে যায়। তবে নতুন করে আমদানি শুরু হওয়ায় ক্রেতা–বিক্রেতা সবাই বাজারে স্থিতিশীলতার প্রত্যাশা করছেন।
বন্দরসংশ্লিষ্টরা জানান, প্রথম দিনে কয়েকটি ট্রাকে পেঁয়াজ এসে পৌঁছেছে। আগামী কয়েক দিনে আমদানির পরিমাণ আরও বাড়বে। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ক্রেতারা বলেন, “অনেক দিন ধরে পেঁয়াজের দাম বেশি ছিল। আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে, দ্রুত যেন দাম কমে—এই প্রত্যাশা।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।