কেরানীগঞ্জে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে সোমবার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১২
কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই দীর্ঘ সময় গ্রাহকদের অসুবিধায় পড়তে হবে।
রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি নিশ্চিত করে।
বার্তায় জানানো হয়, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকা হলো—উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও ও বসুন্ধরা।
রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরবর্তী সময়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদানেই এই সাময়িক অসুবিধা বলে জানায় সংস্থাটি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।