সারা দেশে ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই: নিয়োগ–পদোন্নতি আটকে মামলার জট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯
সারা দেশে বর্তমানে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই—এমন তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “৩২ হাজার সহকারী শিক্ষককে আমরা পদোন্নতি দিতে পারছি না, কারণ একটি মামলা এখনো নিষ্পত্তি হয়নি। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এটি সমাধান হলে বহু সমস্যা দূর হবে।”
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও জানান, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়া ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট নিরসনে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এর আগে তিনি উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি শ্রেণিকক্ষ, অবকাঠামো এবং অফিসকক্ষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে কুতুবদিয়ার ঐতিহাসিক বাতিঘর ও সৈকতও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া প্রমুখ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।