অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে রেকর্ড গতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬
বিদেশীদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া নিয়ে চলা আলোচনা ও অস্থিরতার মাঝেও বন্দরে ফিরেছে স্বস্তির পরিবেশ। কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিংয়ে দেখা যাচ্ছে নজিরবিহীন অগ্রগতি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগে বহির্নোঙরে একটি জাহাজকে ৬–৭ দিন অপেক্ষা করতে হলেও এখন আর অতিরিক্ত সময় লাগছে না। এর ফলে জাহাজ মালিকদের প্রতিদিন ১৫ হাজার ডলার করে যে ডেমারেজ দিতে হতো, তা আর দিতে হচ্ছে না। আগে পাঁচ–ছয় দিনের অপেক্ষায় যেখানে প্রায় এক লক্ষ ডলার অতিরিক্ত ব্যয় হতো, এখন সেই ক্ষতি থেকে বাঁচছেন আমদানিকারক ও রপ্তানিকারকরা।
গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৪.৮৭ শতাংশ এবং কার্গো হ্যান্ডেলিং বেড়েছে ১২.৬৪ শতাংশ। বন্দরের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, এ অগ্রগতি দেখাচ্ছে যে বন্দর পরিচালনা এখন আরও নিয়ন্ত্রিত ও গতিশীল কাঠামোর দিকে এগোচ্ছে।
নাহার
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।