সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০২

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক কুয়েতপ্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মামুন নিলক্ষার আব্দুল আউয়ালের ছেলে। মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নিলক্ষায় প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। সকালে হরিপুর বাজারে মামুন মিয়ার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে মামুনসহ অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ অবস্থায় মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) ও পরশ মিয়াসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহতের খবর পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top