মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

পটুয়াখালী-৪ থেকে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা

মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী-০১ আসনের প্রার্থীতা প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০০

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত করেননি।

সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান এবং মো. আসাদুজ্জামান ইউসুফসহ তার অনুসারীরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থীতা প্রত্যাহারের ফলে পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার ইচ্ছা না থাকা সত্বেও মুহতারাম আমির পটুয়াখালী-০১ আসনে নির্বাচন করার জন্য নির্ধারণ করেছেন। এতে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোকের কারণে বুঝতে পারেন, এ অঞ্চল ছেড়ে যাওয়ায় তার হৃদয়ের রক্তনালী ছিড়ে গেছে। এজন্য তিনি ফিরে এসেছেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং চাঁদাবাজ, দখলবাজ, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে লড়বেন। এছাড়া, তার জীবনযাপন অতি সাধারণ হবে; গাড়ি বা বাড়ি নয়, যা আছে তাই থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top