পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৬
পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
গতকাল মঙ্গলবারও সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। মঙ্গলবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
এদিকে, টানা শৈত্যপ্রবাহ এবং তীব্র শীতের কারণে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দিন দিন তাপমাত্রা কমছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।