বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯

সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) এবং সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)। স্থানীয়দের জানিয়েছেন, তারা বটতলা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে ধাক্কা লাগলে তারা গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, গুরুতর আহতদের প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথে তারা মারা যান।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top