কালীগঞ্জ থানায় নতুন ওসির যোগদান
শাহিনুর ইসলাম শাহিন | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আবু বক্কর সিদ্দিক। পূর্ববর্তী ওসি জাকির হোসেনের বদলির পর তিনি রবিবার (৭ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
জানা যায়, নবাগত ওসি মো. আবু বক্কর সিদ্দিক নেত্রকোণা জেলার পূর্বধওলা উপজেলার কৃতি সন্তান। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।