কেরানীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক রমজান আলীর একদিনের রিমান্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫
ঢাকার কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রমজান আলীর (৩১) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল আলম জানান, আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিক্ষক রমজান আলী বিদ্যালয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি ভুক্তভোগী ওই ছাত্রীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। গত ২৬ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ক্লিনিকে চিকিৎসার পর বাড়ি ফিরলেও দুই দিন পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে শিক্ষক রমজান আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেছেন।
তবে এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের স্কুলের শিক্ষক এমন কাজ করতে পারে না। স্কুলের সুনাম নষ্ট করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দ্রুত তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।