সিলেটে পাঁচ মিনিটে দুই ভূমিকম্প, বঙ্গোপসাগর–মিয়ানমারেও কম্পন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১
সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পন এবং রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় কম্পন অনুভব করেন সিলেটের মানুষ।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যানুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩, গভীরতা ৩০ কিলোমিটার।
এ ছাড়া একই রাতে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবরও জানায় ভারতের পর্যবেক্ষণ কেন্দ্র। উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।
এর আগে, ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।
১ ডিসেম্বর মধ্যরাতে কক্সবাজার ও চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ভেতরে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ৫.৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ১০ জনের মৃত্যু এবং কয়েক শত মানুষ আহত হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।