বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

৩৫ ফুট খোঁড়ার পরও উদ্ধার হয়নি দুই বছরের সাজিদ

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গর্তে পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৩৫ ফুট গভীর খনন করেছে। তবে মূল গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট বলে জানানো হয়েছে। শিশুটি এখনও খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকাজে মূল গর্তের পাশে খনন করে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।

দিদারুল আলম, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বলেন, “গর্তের যে গভীরতা, সেখানে শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তার নিরাপদ উদ্ধার নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি।”

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে। শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেয়া ধানের খেতে হাটছিল, হঠাৎ করে নলকূপের গভীর গর্তে পড়ে যায়। সাজিদ উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুলের ছেলে।

স্থানীয়রা জানান, এই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। গর্তটি মূলত পানির স্তর যাচাই করার জন্য খনন করা হয়েছিল এবং বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে সৃষ্টি হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, “উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। খনন কার্যক্রম চলছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top